২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শেয়ারবাজারে দাপুটে অবস্থানে বিমা খাত

প্রতীকী ছবি

শেয়ারবাজারে বিমা খাতের দাপট অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার মূল্য সংশোধনের দিনেও বেড়েছে বিমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হওয়া বিমা খাতের ৪৮ কোম্পানির মধ্যে ৩১টিরই দাম বেড়েছে। আবার লেনদেনের দিক থেকে ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ২৯ শতাংশই ছিল বিমা খাতের দখলে। বেশ কিছুদিন ধরেই বিমা খাতের এ দাপট চলছে বাজারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, প্রধান এ বাজারে গতকাল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল বিমা খাতের। কোম্পানিগুলো হলো নিটোল ইনস্যুরেন্স, সন্ধানী ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স ও কর্ণফুলী ইনস্যুরেন্স। এ পাঁচ কোম্পানির মধ্যে এক্সপ্রেস ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স ও নিটোল ইনস্যুরেন্স আবার মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায়ও ছিল। সব মিলিয়ে গতকাল লেনদেন ও মূল্যবৃদ্ধি উভয় ক্ষেত্রেই দাপুটে অবস্থান ধরে রেখেছিল বিমা খাত।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কিছুদিন বিমা খাতের প্রতি বিনিয়োগকারীদের একটি অংশের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেক প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের উচ্চ সম্পদশালী বিনিয়োগকারী এ খাতে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। এমনিতে বিমা খাতের কোম্পানিগুলো স্বল্প মূলধনের। তার ওপর এ খাতের কোম্পানিতে বড় ধরনের বিনিয়োগ করা হলে তাতে বাজারে শেয়ারের সংকট তৈরি হয়। এ কারণে দামও হু হু করে বাড়তে থাকে। বেশ কিছুদিন ধরে বিমা খাতে এমনটিই ঘটছে। ডিএসইতে গতকাল প্রায় সব কটি বিমা কোম্পানি মিলিয়ে ২৪৫ কোটি টাকার বেশি লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৯ শতাংশ।
বিমা খাতের দাপুটে অবস্থানের পরও ঢাকার বাজারে গতকাল সূচক ও লেনদেন উভয়ই কমেছে। কারণ, বড় মূলধনি বেশির ভাগ কোম্পানির দরপতন ঘটেছে এদিন। ডিএসইর প্রধান সূচকটি গতকাল ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮২ পয়েন্টে। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৮৫৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম।

জেএমআই সিরিঞ্জ

এমডি গ্রেপ্তারের খবরে শেয়ারের দরপতন

করোনাকালে মাস্ক কেলেঙ্কারির দায়ে গ্রেপ্তার হয়েছেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ খবরে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জের শেয়ারের দরপতন ঘটেছে।

কোম্পানিটির শেয়ারের দাম গতকাল দিন শেষে সাড়ে ৩ শতাংশ বা ১০ টাকার বেশি কমে গেছে। যদিও দিনের শুরুটা হয়েছিল শেয়ারের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে। কিন্তু দুপুরের পর কোম্পানির চেয়ারম্যান গ্রেপ্তারের খবর প্রচারিত হলে শেয়ারের দাম পড়ে যায়। গতকাল কোম্পানিটির শেয়ারের দাম কমে নেমে এসেছে ২৮৩ টাকায়।

এদিকে জেএমআই গ্রুপেরই আরেক প্রতিষ্ঠান জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটিও শেয়ারবাজারে আসার আগ্রহ দেখিয়েছিল। বুকবিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি শেয়ারবাজারে আসার আবেদন করে। কিন্তু কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে নানা অসংগতি খুঁজে পায় বিএসইসি। এ কারণে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহের জন্য কোম্পানিটির করা আবেদন বাতিল করা হয়।