বছরের প্রথম তিন প্রান্তিকে লোকসানে আছে জিএসপি ফিন্যান্স
হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লোকসানে আছে জিএসপি ফিন্যান্স। এই সময় কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছে ৪ টাকা ৩০ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফিন্যান্স লিমিটেড ৩০ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ), ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসইর তথ্যানুসারে, হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিএসপি ফিন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা; গত বছরের একই সময়ে যেখানে লোকসান হয়েছিল ১ টাকা ২২ পয়সা।
এ ছাড়া হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে আছে জিএসপি ফিন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫২ পয়সা।
গত এক বছরে জিএসপি ফিন্যান্সের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩০ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৫ টাকা ৪০ পয়সা।
জিএসপি ফিন্যান্স ২০১৮ সালে ১৮ শতাংশ, ২০১৬ সালে ২২ শতাংশ, ২০১৫ সালে ১৫ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০২০ সালে ১০ শতাংশ, ২০১৯ সালে ১০ দশমিক ৫ শতাংশ, ২০১৭ সালে ২৩ দশমিক ৫০ শতাংশ ও ২০১৪ সালে ৫৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।