২% নগদ লভ্যাংশ দেবে ফু–ওয়াং সিরামক

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ২০ পয়সা মুনাফা করেছে; আগের বছর করেছিল ২৬ পয়সা। গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১১ টাকা ৯৭ পয়সা।

এই লভ্যাংশ ফু-ওয়াং সিরামকসের উদ্যোক্তা পরিচালকদের জন্য প্রযোজ্য নয়। মোট ১৩ কোটি ৬২ লাখ ৬৯ হাজার ৯৩টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে আছে মোট ৪ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৫৪৬টি শেয়ার। সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ বাবদ মোট ১ কোটি ৯০ লাখ ৭৮ হাজার ৫০৯ টাকা দেওয়া হবে।

আগামী ৩১ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পাঞ্জলি হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডাররা ভার্চ্যুয়াল মাধ্যমেও এজিএমে যুক্ত হতে পারেন। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।