প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে বিডি থাই অ্যালুমিনিয়ামের

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম কোম্পানির। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ২৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় হয়েছিল ১৯ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস ৩৬ পয়সা; গত বছরের একই সময় যা ছিল ৫৮ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ২৯ পয়সা; জুন ৩০ সমাপ্ত প্রান্তিকে যা ছিল ৩০ টাকা ৫৬ পয়সা।

গত কয়েক বছরে বিডি থাই অ্যালুমিনিয়াম তেমন একটা লভ্যাংশ দেয়নি। ২০২১ সালে ২ শতাংশ, ২০২০ সালে ৩ শতাংশ ও ২০১৬ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০২০ সালে ৩ শতাংশ, ২০১৮ সালে ৭ দশমিক ৫ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ ও ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এদিকে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময়ের জন্য শূন্য দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ দেবে কোম্পানিটি।

টানা দুই অর্থবছরে লোকসান হয়েছে বিডি থাই অ্যালুমিনিয়ামের। ৩০ জুন সমাপ্ত বছরে শেয়ারপ্রতি ৮৫ পয়সা লোকসান হয়েছে কোম্পানিটির, আগের বছর যেখানে লোকসান হয়েছিল শেয়ারপ্রতি ৫২ পয়সা। অর্থাৎ গত বছর কোম্পানিটির লোকসান বেড়েছে। লোকসান সত্ত্বেও তারা ৩০ জুন সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ দিচ্ছে তারা। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৬ পয়সা।