শেয়ারপ্রতি আয় কমেছে ঢাকা ব্যাংকের

ঢাকা ব্যাংক

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ঢাকা ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনা কমেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ৫৭ পয়সা। কারণ হিসেবে ব্যাংকটি বলেছে, ঋণ ও অগ্রিমের বিপরীতে উচ্চ হারে প্রভিশন সংরক্ষণ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

দেখা যাচ্ছে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা। অর্থাৎ বছরের প্রথম তিন প্রান্তিকের নিরিখেও দেখা যাচ্ছে, এবার ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় কমেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৯৬ পয়সা। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর যা ছিল ২২ টাকা ৫৯ পয়সা।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের দুর্বল ব্যাংকগুলোকে তারল্যসহায়তা দেবে ঢাকা ব্যাংক। সরকারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে শক্তিশালী ১০টি ব্যাংকের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় চলতি অক্টোবর মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক ঢাকা ব্যাংক পিএলসিসহ ১০টি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করে।