লোকসানে থাকলেও লভ্যাংশ দেবে গোল্ডেন সন
গত অর্থবছরে লোকসানে থাকলেও সাধারণ শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গোল্ডেন সন লিমিটেড। এই লভ্যাংশ পৃষ্ঠপোষক ও পরিচালকদের জন্য প্রযোজ্য নয়।
সর্বশেষ হিসাববছরে গোল্ডেন সনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৮ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৭৫ পয়সা। অর্থাৎ গত বছর লোকসানের পরিমাণ কিছুটা কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৯৯ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন লিমিটেড গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই খবর পাওয়া গেছে।
আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে গোল্ডেন সনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
গত এক বছরে গোল্ডেন সনের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৭ টাকা ৭০ পয়সা আর সর্বনিম্ন দাম ছিল ১০ টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা; পরিশোধিত মূলধন ১৭১ কোটি টাকা।
গত কয়েক বছরে গোল্ডেন সন তেমন একটা লভ্যাংশ দেয়নি। ২০২৩ সালে কোম্পানিটি ১ শতাংশ, ২০২১ সালে ২ দশমিক ৭৫ শতাংশ, ২০২০ সালে ২ দশমিক ৫০ শতাংশ আর ২০১৬ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০১৪ সালে ১২ দশমিক ৫০, ২০১৩ সালে ২৫, ২০১২ সালে ১৫ শতাংশ ও ২০১০ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে গোল্ডেন সন।