আজও সূচকের নিম্নমুখী প্রবণতা, লেনদেনের শীর্ষে গ্রামীণ ফোন
সপ্তাহের শেষ দিন আজ ঢাকার শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে। আজও লেনদেনের শুরু থেকে ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হচ্ছে। এতে সূচকের নেতিবাচক ধারা দেখা যাচ্ছে।
গতকাল দিন শেষে সূচকের উত্থান হয়েছিল মোট ৮২ পয়েন্টের মতো; কিন্তু আজ দিনের প্রথম মিনিটেই প্রধান সূচক ৩০ পয়েন্ট কমে যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৫ আগস্টের পর যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, সেই কোম্পানিগুলো মূলত ভালো মৌল ভিত্তিসম্পন্ন। এসব কোম্পানিতে বড় বড় প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে রেখেছিলেন। দর বৃদ্ধির কারণে তাদের অনেকেই এখন শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করছেন। সে জন্যই কিছুটা মূল্য সংশোধন হচ্ছে।
আজ দিনের প্রথম ঘণ্টায় বাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী। ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইক্স কমেছে ৭৮ দশমিক ৯৫ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ১৫ দশমিক ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ। ডিএস ৩০ সূচক কমেছে ৩০ দশমিক ১২ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ।
আজ ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে আছে গ্রামীণ ফোন। গত ৫ আগস্টের পর এই কোম্পানিটির শেয়ারের দাম ১৫০ টাকার মতো বেড়েছে। আজ লেনদেনের শুরুতে এই কোম্পানির কিছুটা দরপতন হয়েছে। বড় মূলধনী কোম্পানি হওয়ায় এই কোম্পানির শেয়ারের দাম হ্রাস-বৃদ্ধির সঙ্গে সূচকের উত্থান-পতনের সম্পর্ক আছে। এই শেয়ারের দাম বাড়লে সূচকে ইতিবাচক প্রভাব পড়ে; দাম কমলে পড়ে নেতিবাচক প্রভাব।
দেশের শীর্ষস্থানীয় এক ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী বলেন, সাধারণ সপ্তাহের শেষ দিনে বাজারে কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকে। রাজনৈতিক পট পরিবর্তনের টানা কয়েক দিন দর বৃদ্ধির পর বাজার থেকে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকে; আজও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। লেনদেনের গতি ভালো থাকা আশাবাদী হওয়ার মতো। বাজার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
দিনের প্রথম ঘণ্টায় লেনদেনের শীর্ষে থাকা গ্রামীণ ফোনের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৬ লাখ টাকার। বেলা ১১টার সময় এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৩৭৬ টাকা; দাম উঠেছিল সর্বোচ্চ ৩৮৭ টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্র্যাক ব্যাংক; এই কোম্পানির লেনদেন হয়েছে ২৬ কোটি ৪১ লাখ টাকার। তৃতীয় স্থানে আছে ম্যারিকো; এই কোম্পানির লেনদেন হয়েছে ২০ কোটি ৪১ লাখ টাকার।
দিনের প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৩২১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। এই সময় দাম বেড়েছে ৬৪টি কোম্পানির; দাম কমেছে ২৯২টি কোম্পানির আর অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির শেয়ার।