দেড় মাস পর লেনদেন আবার ৭০০ কোটি টাকা ছাড়াল

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭০৬ কোটি টাকা। গত দেড় মাসের মধ্যে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ১৩ মে ডিএসইতে ৯৬৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের পাশাপাশি এদিন বাজারে সূচকও বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। এক মাস পর এটিও ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ২১ মে সূচকটি ৫ হাজার ৩৭১ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক মাসের টানা দরপতন শেষে ঈদুল আজহার ছুটির পর থেকে বাজারে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। এ সময়ে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়তে দেখা যাচ্ছে; যার প্রতিফলন সূচকে পড়ছে। ভালো মৌলভিত্তির শেয়ারের মূল্যবৃদ্ধির ঘটনায় বিনিয়োগকারীরাও কিছুটা আশান্বিত হয়ে উঠেছেন। ফলে বাজারে লেনদেনে আগ্রহী হয়ে উঠছেন নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারী।

ঈদের আগে শেয়ারবাজারে সর্বশেষ লেনদেন হয়েছিল ১৩ জুন। এরপর সাপ্তাহিক ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে পাঁচ দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ১৯ জুন আবারও লেনদেন শুরু হয় বাজারে।

শেয়ারবাজারে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের তথ্য অনুযায়ী, ঈদের ছুটির পর গত ছয় কার্যদিবসে শেয়ারবাজারে প্রায় ২ হাজার নিষ্ক্রিয় বিও সক্রিয় হয়েছে। ১৩ জুন শেয়ারবাজারে শেয়ারশূন্য তথা নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ৩ লাখ ৯৮ হাজার ৮৯৩।

২৬ জুন লেনদেন শেষে তা কমে দাঁড়ায় ৩ লাখ ৯৬ হাজার ৯১৮টিতে। সেই হিসাবে ঈদ-পরবর্তী ছয় কার্যদিবসে ১ হাজার ৯৭৫টি নিষ্ক্রিয় বিও হিসাব সক্রিয় হয়েছে। এ ছয় দিনে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ১৮৫ পয়েন্ট বা প্রায় ৪ শতাংশ। গতকালের সূচকের উত্থান বিবেচনায় নিলে ঈদ-পরবর্তী সাত কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছে ২১৭ পয়েন্ট বা প্রায় সোয়া ৪ শতাংশ।

এদিকে ঢাকার বাজারে গতকালও সূচকের উত্থানে বড় ভূমিকা রেখেছে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলো। এর মধ্যে অন্যতম রেনেটা, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ পাঁচ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে গতকাল ডিএসইএক্স সূচকটি সম্মিলিতভাবে বেড়েছে প্রায় ৩০ পয়েন্ট। এর মধ্যে এককভাবে রেনেটার শেয়ারের ৩৯ টাকা বা প্রায় সাড়ে ৫ শতাংশ মূল্যবৃদ্ধিতে সূচক বেড়েছে ১০ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, ঈদের ছুটির পর গত সাত কার্যদিবসে রেনেটার প্রতিটি শেয়ারের দাম ১৪৮ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে। ১৩ জুন এটির শেয়ারের বাজারমূল্য ছিল ৬১৮ টাকা। গতকাল দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ টাকা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত প্রায় ৪ মাসে এটির শেয়ারের দাম ১ হাজার ২১৮ টাকা থেকে কমে ৬১০ টাকায় নেমে এসেছিল। সেখান থেকে গত সাত দিনে ১৫০ টাকা পুনরুদ্ধার হয়েছে। এভাবে ইউনিলিভার কনজ্যুমার, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোনসহ ভালো মৌলভিত্তির বেশ কিছু শেয়ারের হারানো বাজারমূল্যের বেশ খানিকটা পুনরুদ্ধার হয়েছে।

জানা গেছে, ঈদের ছুটির পর রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবিসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা সক্রিয় হয়েছেন। এ কারণে বাজারে ভালো শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে।