গ্রামীণফোনের মুনাফা বেড়েছে ৭২%
দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন (জিপি) ভালো মুনাফা দিয়ে শুরু করেছে চলতি বছর। এ বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোন ১ হাজার ৩৩৮ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫৫৮ কোটি টাকা বা ৭২ শতাংশ বেশি। সম্প্রতি কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি–মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদন থেকে মুনাফার এ তথ্য পাওয়া গেছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ৩ হাজার ৯৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ হাজার ৭৩৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে গ্রামীণফোনের আয় বেড়েছে ১৯৮ কোটি টাকা বা ৫ শতাংশের বেশি। সাধারণত আয় থেকে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, সেটিই কোম্পানির কর–পরবর্তী মুনাফা।
গ্রামীণফোন বলছে, বছরের প্রথম তিন মাসে ১০ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। তাতে গত মার্চ শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখে। গ্রামীণফোনের মোট গ্রাহকের ৫৫ দশমিক ৮ শতাংশ বা ৪ কোটি ৬৩ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের কর্মকৌশলে অটুট থেকে বিনিয়োগ অব্যাহত রেখেছি। এ ছাড়া অংশীদারি দৃঢ় করার পাশাপাশি, আমাদের কার্যক্রমকে আরও সুসংহত করেছি। এই সবকিছু এই সাফল্য অর্জনে অবদান রেখেছে।
গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অটো রিসব্যাক বলেন, ‘ভালো কর্মপরিকল্পনা এবং কঠোর আর্থিক শৃঙ্খলার কারণে বছরের প্রথম প্রান্তিকে সাবস্ক্রিপশন ও ট্রাফিক রেভিনিউ হার ৫ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। আমাদের শক্তিশালী ব্যালান্স শিট ও ক্যাশফ্লো’র কল্যাণে প্রবৃদ্ধি বজায় রাখা এবং উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখা সম্ভব হয়েছে।’
এদিকে আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক মুদ্রা লেনদেন থেকে ১৯ কোটি টাকা মুনাফা করেছে গ্রামীণফোন। যেখানে গত বছরের একই সময়ে কোম্পানিটিকে ১৫ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়েছিল। এ বছর বৈদেশিক মুদ্রা লেনদেন থেকে মুনাফা করায় সেটিও সার্বিক মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গত বৃহস্পতিবার মুনাফা বৃদ্ধির এ তথ্য দেশের স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছিল গ্রামীণফোন। তাতে ওই দিন কোম্পানিটির শেয়ারের দাম ১ শতাংশ বা আড়াই টাকা বেড়ে দাঁড়ায় ২৩৫ টাকায়। বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় দরপতন হলেও মুনাফার খবরে গ্রামীণফোনের শেয়ারের দর বেড়েছিল।