২৩ কোটি টাকার শেয়ার কিনবেন এসিআইয়ের পরিচালক

শেয়ারবাজারপ্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কিনবেন কোম্পানিটির পরিচালক সুস্মিতা আনিস। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এ ঘোষণা দেন।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সুস্মিতা আনিস আগমী ৩০ দিনের মধ্যে শেয়ারবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে এই শেয়ার কিনবেন তিনি। সাধারণত ব্লক মার্কেটে শেয়ারের ক্রেতা–বিক্রেতা আগে থেকেই নির্ধারিত থাকে। শুধু শেয়ারবাজারের মাধ্যমে লেনদেনটি সম্পন্ন হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, সুস্মিতা আনিস নতুন করে যে পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, কোম্পানিটির শেয়ারের গতকালের বাজারমূল্যে তার দাম দাঁড়ায় প্রায় ২৩ কোটি ২১ লাখ টাকা। গতকাল ডিএসইতে এসিআই লিমিটেডের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৫৩ টাকা ২০ পয়সা। কোম্পানিটির পরিচালক সুস্মিতা আনিসের শেয়ার কেনার ঘোষণায় এদিন বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৫ টাকা বা সোয়া ৩ শতাংশ বেড়েছে। দিন শেষে কোম্পানিটির প্রায় সাড়ে তিন কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।

এসিআইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সুস্মিতা আনিস ২০০০ সাল থেকে এসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই গ্রুপের আরেক প্রতিষ্ঠান এসিআই ফরম্যুলেশনের ব্যবস্থাপনা পরিচালক।