এবারও লভ্যাংশ দেবে না জুট স্পিনার্স
গত অর্থবছরের জন্য লভ্যাংশ দেবে না জুট স্পিনার্স লিমিটেড। গত দুই অর্থ বছরেও লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সেই সঙ্গে তারা রেকর্ড তারিখ ঘোষণা করলেও ৪৫ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এখনো ঘোষণা করেনি।
তার আগে ৩৮ তম, ৩৯ তম, ৪০ তম, ৪১ তম, ৪২ তম, ৪৩ তম ও ৪৪ তম এজিএমের অনুমোদন হাইকোর্ট দিলে তারপর ৪৫ তম এজিএমের তারিখ ঘোষণা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
গত কয়েক বছর ধরেই লোকসানের ধারায় আছে জুট স্পিনার্স। গত ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৫ টাকা ৪৫ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা, অর্থাৎ গত বছর কোম্পানিটির লোকসান কমেছে। গত বছরও কোম্পানিটি লভ্যাংশ দেয়নি।
৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৫৮৭ টাকা ৮৭ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫২২ টাকা ১৯ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহও ছিল ঋণাত্মক; এই সময় যা ছিল মাইনাস ২২ টাকা ২৮ পয়সা।
টানা কয়েক বছর লভ্যাংশ না দিলেও জুট স্পিনার্সের শেয়ারের দাম কম নয়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪১৮ টাকা এবং সর্বনিম্ন ১৮০ টাকা।
জুট স্পিনার্সের অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ টাকা, পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা।