লভ্যাংশ দেবে না ঢাকা ডায়িং

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

গত অর্থবছরের জন্য লভ্যাংশ দেবে না ঢাকা ডায়িং। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি জানিয়েছে, ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির লোকসান হওয়ায় লভ্যাংশ দেওয়া হবে না।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরে ঢাকা ডায়িংয়ের লোকসান বেড়েছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

দুই বছর ধরে শিল্প খাতে যে গ্যাসসংকট চলছে, তার প্রভাবে ঢাকা ডায়িংয়ের মুনাফা কমেছে বলে ডিএসইএর ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে। এমনকি সংকটের মধ্যে কারখানার গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলেও জানানো হয়েছিল। তার জেরে রাজস্ব ও মুনাফা কমেছে।

এ ছাড়া ঋণ, অগ্রিম ও পরিশোধযোগ্য অর্থ সংরক্ষণে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অতিরিক্ত সঞ্চিতি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। লভ্যাংশ না দেওয়ার এটাও আরেকটি কারণ।

এ পরিস্থিতিতে আগামী ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

গত এক বছরে ঢাকা ডায়িংয়ের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১২ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১১ টাকা ৫০ পয়সা। গত কয়েক বছরে কোম্পানিটি লভ্যাংশও দিয়েছে কম।

২০২২ সালে শূন্য দশমিক ২৫ শতাংশ, ২০২১ সালে ২ শতাংশ ও ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এ ছাড়া ২০১৫ সালে ১০ শতাংশ, ২০১৪ সালে ১০ শতাংশ, ২০১৩ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে ঢাকা ডায়িং।