বসুন্ধরা, বেক্সিমকো, সামিট গ্রুপসহ সাত কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

শেয়ারবাজারপ্রতীকী ছবি

বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (নগদ লিমিটেড) শেয়ার ক্রয়-বিক্রয় ও দান অবিলম্বে স্থগিত করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধক বরাবর এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে এনবিআর।

চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ২২৩ ধারার আলোকে এনবিআর কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তবর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের ক্ষমতা রাখে। চলমান তদন্তে দেখা গেছে, উল্লিখিত কোম্পানিগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগসহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ আছে।

এ বাস্তবতায় জাতীয় স্বার্থে এনবিআর এসব কোম্পানি শেয়ার ক্রয়-বিক্রয় ও দান স্থগিতের অনুরোধ জানিয়েছে।