কোহিনূর কেমিক্যালসের লভ্যাংশ ও এজিএমের তারিখ ঘোষণা

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ও বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের এক ঘোষণায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, কোহিনূর কেমিক্যাল কোম্পানি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১৫ টাকা ১২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১১ টাকা ১৯ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৬০ টাকা ৩৫ পয়সা; আগের বছরে যা ছিল ৫৪ টাকা ০৫ পয়সা।

আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সেই সভায় লভ্যাংশের প্রস্তাব অনুমোদিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

আজ বুধবার বেলা সোয়া একটায় কোহিনূর কেমিক্যালসের শেয়ারের দাম ছিল ৫৫৫ দশমিক ১০ টাকা। আজ দাম বেড়েছে ২ দশমিক ৫৭ শতাংশ।

এর আগে ২০২৩ সালে কোহিনূর কেমিক্যালস ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালে ২০ শতাংশ নগদ ও সমপরিমাণ বোনাস লভ্যাংশ, ২০২১ সালে ৩৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০২০ সালে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে তারা।