শেয়ারের দাম বাড়ছে, সকালে চাঙা বাজার

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

আবার চাঙা হতে শুরু করেছে শেয়ারবাজার। চলতি সপ্তাহের প্রথম দুই দিন ব্যাপক দরপতনের পর আজ দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত ডিএসইএক্স বেড়েছে প্রায় ১১০ পয়েন্ট। এ সময় লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দামও বাড়ে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের শুরু থেকেই আজ সূচক বাড়তে থাকে। প্রথম সোয়া দুই ঘণ্টায় ডিএসইএক্স সূচক বেড়ে আবার ৫ হাজার পয়েন্টের ওপরে উঠে যায়। দুপুর সোয়া ১২টার সময় এই সূচক ৫০০৭ পয়েন্টে দাঁড়ায়। গত রোববার ও সোমবারে ব্যাপক দরপতনে ডিএসইর এই সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল।

আজ দুপুর সোয়া ১২টা পর্যন্ত যেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, তার মধ্যে ৩১৩টি দাম বেড়েছে, আর কমেছে ৪৬টির। এ সময় ৩১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। মোট লেনদেনের পরিমাণ ছিল ১৬০ কোটি টাকা।

গত রোববার ডিএসইএক্স চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের বড় ধরনের মূল্যপতন ঘটে। ওই দিন সূচক প্রায় ১৫০ পয়েন্ট পড়ে যায়, যা ছিল সাম্প্রতিক সময়ে ঢাকার শেয়ারবাজারে এক দিনে সর্বোচ্চ। ওই দিনই ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টের মাইলফলকের নিচে নেমে যায়। দরপতনের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মতিঝিলের রাস্তায় বিক্ষোভ করেন একদল বিনিয়োগকারী।

গতকালও শেয়ারবাজারের দরপতন থামেনি। দরপতনের কারণ অনুসন্ধানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের উদ্যোগও বাজারের পতন থামাতে পারেনি। ওই দিন ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ কমে যায়। তাতে ডিএসইএক্স সূচক ৪ হাজার ৮৯৮ পয়েন্টে নেমে আসে।

তবে এই ধারা পরিবর্তিত হয়ে সপ্তাহের তৃতীয় দিনে বাজার আবার ইতিবাচক ধারায় ফেরে এবং বেশির ভাগ শেয়ারের দাম বাড়ে।