এসএ পোর্টের সঙ্গে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান

শেয়ারবাজারপ্রতীকী ছবি

বাংলাদেশে ফ্রেইট ফরোয়ার্ডিং ও শিপিং এজেন্সির ব্যবসায় যুক্ত হতে যাচ্ছে জার্মানভিত্তিক বহুজাতিক ট্রান্সপোর্ট ও লজিস্টিক কোম্পানি হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকস। এ জন্য কোম্পানিটি এ দেশীয় কোম্পানি কনটেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেসের সঙ্গে মালিকানার অংশীদারি চুক্তি করতে যাচ্ছে।

কনটেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কনটেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্টের (এসএ পোর্ট) সহযোগী প্রতিষ্ঠান। এ কারণে এসএ পোর্টের পক্ষ থেকে আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এসএ পোর্ট জানিয়েছে, গত বছরের জুলাই থেকে ফ্রেইট ফরোয়ার্ডিং ও শিপিং এজেন্সির ব্যবসা শুরু করে তাদের সহযোগী প্রতিষ্ঠান কনটেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড বা সিটিএসএল। এই ব্যবসার শুরুতে বহুজাতিক কোম্পানি হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকসের স্থানীয় এজেন্ট ছিল সিটিএসএল। নতুন এই ব্যবসার শুরুতে ভালো করেছে কোম্পানিটি। তাতে বাংলাদেশ সিটিএসএলের সঙ্গে সরাসরি ব্যবসায় যুক্ত হওয়ার আগ্রহ তৈরি হয় হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইডের। এ জন্য গত রোববার সিটিএসএলের সঙ্গে শেয়ার ক্রয় চুক্তি করেছে হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইড। চুক্তির আওতায় হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইডের বিপরীতে ৩ লাখ ৩৩ হাজার ৩৩টি নতুন শেয়ার ইস্যু করবে সিটিএসএল। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ৫৬ টাকা ৫০ পয়সা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে এই শেয়ার বিক্রি করবে সিটিএসএল।

কোম্পানিটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারধারীরা অংশীদারির এই চুক্তি অনুমোদন করলে তাতে সিটিএসএলের ৪০ শতাংশ মালিকানা যাবে হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইডের হাতে। বাকি ৬০ শতাংশ মালিকানা থাকবে এসএ পোর্টের হাতে।

এদিকে মালিকানার অংশ বিক্রির খবরে আজ ডিএসইতে এসএ পোর্টের শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশ বা ২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সায়। সর্বশেষ গত জুনে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারধারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।