লভ্যাংশ দেবে না আলহাজ টেক্সটাইল

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আলহাজ টেক্সটাইল লিমিটেড ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ দেবে না। এই ঘোষণার পরও আজ বুধবার কোম্পানিটির শেয়ার লেনদেনে মূল্যসীমা থাকবে না।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ–সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ খবর পাওয়া গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৭৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ারপ্রতি ৯১ পয়সা মুনাফা হয়েছিল।

আগামী ৩০ জানুয়ারি মিশ্র মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি।

লভ্যাংশ না দিলেও আজ ঢাকার শেয়ারবাজারে আলহাজ টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে। এই প্রতিবেদন লেখার সময় কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১১৭ টাকা ৭০ পয়সা; গতকাল দিন শেষে শেয়ারের দাম ছিল ১১০ টাকা।

গত এক বছরে আলহাজ টেক্সটাইলের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১৮৮ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৮৭ টাকা।

আলহাজ টেক্সটাইল গত কয়েক বছরে তেমন একটা লভ্যাংশ দেয়নি। কোম্পানিটি ২০২২ সালে ৩ শতাংশ, ২০২১ সালে ১ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ, ২০১৬ সালে ৫ শতাংশ ও ২০১৫ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এ ছাড়া ২০১৮ সালে ১০, ২০১৭ সালে ১০, ২০১৬ সালে ১০ ও ২০১৫ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে আলহাজ টেক্সটাইল।