সিএসই–৩০ সূচক থেকে বাদ পড়ছে ১০ কোম্পানি

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত সিএসই–৩০ সূচকটি সমন্বয় করা হচ্ছে। তাতে এই সূচক থেকে বাদ পড়ছে ১০টি কোম্পানি। তার বদলে ১০টি কোম্পানি নতুন করে যুক্ত হচ্ছে। ১০ সেপ্টেম্বর থেকে সূচকের এই সমন্বয় কার্যকর হবে। সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

সিএসই জানিয়েছে, গত জানুয়ারি থেকে জুন—বছরের প্রথম ছয় মাসে কোম্পানিগুলোর লেনদেন কার্যক্রম বা পারফরম্যান্স পর্যালোচনা করে এই সমন্বয় করা হয়েছে। তাতে নতুন করে সিএসই–৩০ সূচকে যে ১০টি কোম্পানি যুক্ত হচ্ছে সেগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ব্যাংক এশিয়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি বা বিএটিবিসি, বিএসআরএম স্টিলস, ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, ডিবিএইচ ফাইন্যান্স, মতিন স্পিনিং মিলস, এনআরবিসি ব্যাংক ও স্কয়ার টেক্সটাইলস।

নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোর বিপরীতে যে ১০ কোম্পানি এই সূচক থেকে বাদ পড়ছে সেগুলো হলো এপেক্স ফুটওয়্যার, এক্সিম ব্যাংক, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং, গ্রিনডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি, মার্কেন্টাইল ব্যাংক, নাভানা সিএনজি, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, পূবালী ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট ও সামিট পাওয়ার। সিএসই–৩০ সূচকে বাকি ২০টি কোম্পানি অপরিবর্তিত থাকছে।

সিএসই জানিয়েছে, সিএসই–৩০ সূচক অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত মূলধন মোট বাজার মূলধনের প্রায় ২৭ দশমিক ৮৬ শতাংশ। আর শুধু লেনদেনযোগ্য শেয়ারের ভিত্তিতে (ফ্রি ফ্লোট) বাজার মূলধন বিবেচনায় নিলে এই সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত মূলধন মোট ফ্রি ফ্লোট বাজার মূলধনের ৩৪ দশমিক ৮৫ শতাংশ।