মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সেই বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে ১৭ টাকা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ বছরে মেঘনা পেট্রোলিয়ামের মুনাফাও বেড়েছে। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫০ টাকা ১১ পয়সা, আগের বছর যেখানে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪০ টাকা ৮৬ পয়সা।

গত ৩০ জুন ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩৪ টাকা ১২ পয়সা। আগামী ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে মেঘনা পেট্রোলিয়াম।

দেখা যাচ্ছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকেও মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা বেড়েছে। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৩ পয়সা; গত বছর একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৪২ পয়সা।

মুনাফা বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, এই সময়ে বিক্রয় ও অন্যান্য পরিচালন আয় বৃদ্ধি পাওয়া।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট নগদ অর্থের প্রবাহ ছিল ৬৫ টাকা ৪১ পয়সা, গত বছর যা ছিল মাইনাস ৬৮ টাকা ৯১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪৬ টাকা ৮৫ পয়সা।

আজ দিন শেষে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ছিল ২২১ টাকা ৩০ পয়সা। এটিই গত এক বছরে মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম।