শেয়ারবাজারে দুই ঘণ্টায় পৌনে ৪০০ কোটি টাকার লেনদেন
দেশের শেয়ারবাজারে আজ লেনদেনে কিছুটা গতি দেখা যাচ্ছে। প্রথম দুই ঘণ্টায় আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৩৮২ কোটি টাকা। এর আগে গতকাল বুধবার দিন শেষে এ লেনদেনের পরিমাণ ছিল ৩৮৩ কোটি টাকা। আর গত মঙ্গলবার এ বাজারে লেনদেন নেমেছিল ২৭২ কোটি টাকায়, যা ছিল এক মাসের মধ্যে সর্বনিম্ন।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কিছুদিন ধরেই বাজারে লেনদেন–খরা চলছে। কিছুতেই এ খরা কাটছে না। একদিন বাড়ে তো অন্যদিন আবার তলানিতে। এমন এক পরিস্থিতিতে আজ সকাল ১০টায় লেনদেন শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতায়। গত কয়েক দিনের তুলনায় কিছুটা গতি দেখা যায় লেনদেনে, যার প্রভাব পড়েছে সূচক ও শেয়ারের দামে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে দীর্ঘ সময় ধরে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। নিষ্ক্রিয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে গতকাল ও আজ বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ সামান্য বেড়েছে, যার প্রভাব দেখা যাচ্ছে লেনদেনে।
ডিএসইতে আজ দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৭টি শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় দামের কোনো হেরফের হয়নি। ফলে এসব শেয়ারের ইতিবাচক কোনো প্রভাবই ছিল না সূচকে। এ ছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৬টির। আর কমেছে ৪০টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুপুর ১২টায় ৭ পয়েন্ট বেড়ে আবারও ৬ হাজার ২০০ পয়েন্ট ছাড়িয়েছে।