ন্যূনতম ৮০% লভ্যাংশ বিতরণ না করলে জেড শ্রেণিভুক্ত হবে

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

শেয়ারবাজারের দুর্বল কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করার ক্ষমতা আবারও স্টক এক্সচেঞ্জের হাতে ন্যস্ত করা হয়েছে। কী কী কারণে তালিকাভুক্ত কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা যাবে, তারও নীতিমালা করে দেওয়া হয়েছে। এখন থেকে এ নীতিমালার আলোকে দুর্বল কোম্পানিগুলোকে ‘জেড’ শ্রেণিভুক্ত করবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এ জন্য আলাদা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো অনুমোদন নিতে হবে না।

বর্তমানে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তালিকাভুক্ত কোনো কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করতে হলে স্টক এক্সচেঞ্জগুলোকে বিএসইসির পূর্বানুমোদন নিতে হয়। আগামী ২ জুলাই থেকে আর এ অনুমোদন নিতে হবে না। আজ সোমবার বিএসইসি এ–সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে নতুন আদেশে ডিএসইর কোনো বিধান লঙ্ঘনের জন্য কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করতে পারবে না স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আগে কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির কোনো বিধিবিধান লঙ্ঘন করলে সেই কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা যেত। এখন স্টক এক্সচেঞ্জের সেই ক্ষমতা কমানো হয়েছে।

বিএসইসির নতুন আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ না দিলে ওই কোম্পানি জেড শ্রেণিভুক্ত হবে। এ ছাড়া কোনো কোম্পানি নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা বা এজিএম না করলে ওই কোম্পানি জেড শ্রেণিভুক্ত হবে। তবে কোনো কোম্পানির এজিএমের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেসব কোম্পানির ক্ষেত্রে দুই বছর এ বিধান কার্যকর হবে না।

বিএসইসি আরও জানিয়েছে, কারখানার আধুনিকায়ন ছাড়া অন্য কোনো কারণে কোনো কোম্পানির কার্যক্রম ছয় মাস বন্ধ থাকলে ওই কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করতে পারবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এ ছাড়া কোনো কোম্পানির পুঞ্জীভূত লোকসান ওই কোম্পানির পরিশোধিত মূলধনকে অতিক্রম করলে সংশ্লিষ্ট কোম্পানি জেড শ্রেণিভুক্ত হবে। তালিকাভুক্ত কোনো কোম্পানি তাদের ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ না করলে সেই কোম্পানিকেও জেড শ্রেণিভুক্ত করতে পারবে স্টক এক্সচেঞ্জ।

বিএসইসির আদেশে আরও বলা হয়েছে, জেড শ্রেণিভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে তালিকাভুক্ত অন্যান্য কোম্পানির উদ্যোক্তা–পরিচালকেরা নিয়ন্ত্রক সংস্থার পূর্বানুমোদন ছাড়া শেয়ারবাজারে ও শেয়ারবাজারের বাইরে কোনো শেয়ার লেনদেন বা হস্তান্তর করতে পারবে না।