শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ দরপতনের ঘটনায় বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন।
দরপতনের প্রতিবাদে দুপুর ১২টার দিকে একদল বিনিয়োগকারী মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভুল নীতিকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাঁরা বিএসইসির বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর কিছুদিন শেয়ারবাজারে সূচকের উল্লম্ফন হলেও একপর্যায়ে শেয়ারের দরপতন শুরু হয়। সেই ধারা এখনো অব্যাহত আছে। এর মধ্যে বিএসইসিতে নতুন প্রশাসন কাজ শুরু করেছে, কিন্তু পরিস্থিতির উন্নয়ন হয়নি।
আজ ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৩২ পয়েন্ট বা ২ দশমিক ৩৬ শতাংশ; ডিএসইএসের পতন হয়েছে ২ দশমিক ৫৯ শতাংশ; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। লেনদেন হয়েছে মোট ৪৪০ কোটি টাকার শেয়ার। আজ মাত্র ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে; দাম কমেছে ৩৪৭টি কোম্পানির। স্বাভাবিকভাবে সূচকের পতন হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার শেয়ারবাজারে ৩৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।