১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে সিঙ্গার বাংলাদেশ

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯১ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি ৫ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৮১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরে লোকসানের মধ্যেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে সিঙ্গার।

সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ–সংক্রান্ত সেই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ সংবাদ পাওয়া গেছে।

শেয়ারপ্রতি আয় বা মুনাফা হ্রাসের কারণ সম্পর্কে বলা হয়েছে, ব্যাংকঋণের সুদহার বেড়ে যাওয়ায় কোম্পানির অর্থায়ন ব্যয় অনেকটা বেড়েছে। ২০২৩ সালে এ বাবদ ব্যয় হয়েছিল ৬০ কোটি ৪০ লাখ টাকা; ২০২৪ সালে যা বেড়ে দাঁড়ায় ১৪৩ কোটি ৩০ লাখ টাকা। এ ছাড়া টাকার বিনিময় হার কমে যাওয়ার কারণেও এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এ বাবদ কোম্পানির ক্ষতি হয়েছে ২৪ কোটি ৭০ লাখ টাকা।

এ ছাড়া পরিচালনা ব্যয় বৃদ্ধি ও বিক্রয় বাবদ ব্যয় সম্মিলিতভাবে রাজস্ব আয়কে ছাড়িয়ে গেছে। এসব কারণে কোম্পানিটি গত বছর ক্ষতির সম্মুখীন হয়েছে।

আগামী ২২ এপ্রিল বেলা ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।

গত এক বছর সিঙ্গারের শেয়ারে সর্বোচ্চ দাম ছিল ১৬১ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ১০৬ টাকা। এ ছাড়া কোম্পানিটি ২০২৩ সালে ৩৫ শতাংশ, ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ৬০ শতাংশ ও ২০২০ সালে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।