২৫% নগদ লভ্যাংশ দেবে পাইওনিয়ার ইনস্যুরেন্স
লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়া বছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এবার তারা বোনাস লভ্যাংশ দিচ্ছে না।
বুধবার অনুষ্ঠিত কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়া বছরে পাইওনিয়ার ইনস্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা। আগের বছর কোম্পানিটির আয় হয়েছিল ৪ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ সেই তুলনায় গত বছর কোম্পানিটির মুনাফা কমেছে।
এ ছাড়া গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৬৫ পয়সা। আগামী ৬ মে ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।
গত এক বছরে পাইওনিয়ার ইনস্যুরেন্সের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৬৮ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন দাম ছিল ৪২ টাকা ৭০ পয়সা।
২০২৩ সালে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালে তারা ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২১ সালে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস এবং ২০২০ সালে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।