বছরের প্রথম ছয় মাসে রবির মুনাফা ২১৪ কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটার মুনাফা বেড়েছে। কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) প্রায় ২১৪ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রবির মুনাফা বেড়েছে ১৪৮ কোটি টাকা বা প্রায় ২২৪ শতাংশ। আয় বৃদ্ধির পাশাপাশি খরচ কমে যাওয়া ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে লোকসান কমে আসায় চলতি বছরের প্রথমার্ধে রবির মুনাফা বেড়েছে।

আজ সোমবার কোম্পানিটি তাদের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের পর এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে মুনাফার এ তথ্য পাওয়া গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে রবি তাদের ব্যবসা থেকে আয় করেছে ৫ হাজার ১২০ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ হাজার ৮৮৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৩২ কোটি টাকা বা প্রায় ৫ শতাংশ। একদিকে আয় বেড়েছে অন্যদিকে ব্যবসার খরচও কমেছে। এ বছরের প্রথম ছয় মাসে ৫ হাজার ১২০ কোটি টাকা আয়ের জন্য কোম্পানিটির খরচ হয়েছে ২ হাজার ৯৫১ কোটি টাকা। গত বছর একই সময়ে কোম্পানিটির ৪ হাজার ৮৮৮ কোটি টাকা আয়ের বিপরীতে খরচ হয়েছিল ৩ হাজার ১৭৬ কোটি টাকা। সেই হিসাবে আয় ২৩২ কোটি টাকা বৃদ্ধির পাশাপাশি কোম্পানিটির খরচ কমেছে ২২৫ কোটি টাকা।

এ ছাড়া ডলারের মূল্যবৃদ্ধির কারণে রবির লোকসানও গত বছরের চেয়ে কমেছে। চলতি বছর বৈদেশিক মুদ্রার বিনিময়ের কারণে কোম্পানিটির লোকসানের পরিমাণ কমে দাঁড়ায় ৫৯ কোটি টাকায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮২ কোটি টাকা। সেই হিসাবে ডলারের বিনিময়ের কারণে লোকসান কমেছে ২৩ কোটি টাকা। সব মিলিয়ে কোম্পানিটি এ বছরের প্রথম ছয় মাসে ভালো মুনাফা করেছে।

রবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভয়েস এবং ইন্টারনেট সেবা থেকে কোম্পানির আয় বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৭ শতাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ। একই সময়ের ব্যবধানে প্রতি মাসে গ্রাহকপ্রতি গড় ডেটা ব্যবহার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত জুনে সমাপ্ত অর্ধবার্ষিক হিসাব শেষে রবির সক্রিয় গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৯৫ লাখে। যার মধ্যে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ৫৪ লাখ। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে দ্রুতগতির ফোর–জি গ্রাহকসংখ্যা ৩ কোটি ৭৬ লাখ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবির মোট সক্রিয় গ্রাহকের ৭৬ শতাংশের বেশি ইন্টারনেট ব্যবহারকারী। আর ৬৩ শতাংশ গ্রাহক ফোর–জি সেবা ব্যবহারকারী।