ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ কারিগরি জটিলতায়

শেয়ারবাজারপ্রতীকী ছবি

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বিঘ্নিত হয়েছে। এ কারণে আজ রোববার ডিএসইতে সময়মতো লেনদেন চালু হয়নি। ডিএসইর পক্ষ থেকে এ জন্য সার্ভার জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ব্যতীত স্বাভাবিক কার্যদিবসে সকাল ১০টায় শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। কিন্তু সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সময়মতো লেনদেন শুরু হয়নি। এ কারণে ব্রোকারেজ হাউস ও বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েছেন।

সার্ভার জটিলতা কাটিয়ে আজ কয়টা থেকে দিনের লেনদেন শুরু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ।

সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, দিনের লেনদেন শুরুর সময় পরে জানানো হবে। বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ ছিল।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিক রয়েছে।