লোকসানে আছে বেক্সিমকো, স্টক লভ্যাংশ দিয়েছে ৫ শতাংশ
লোকসানে আছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এ পরিস্থিতিতে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিতে পারেনি কোম্পানিটি।
বেক্সিমকো গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সেই বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়া হবে।
গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৪১ পয়সা লোকসান হয়েছে; আগের বছর যেখানে তারা ৭ টাকা ৯২ পয়সা আয় করেছিল। আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।