মেলায় থাকবে পাঁচ আবাসন প্রকল্প

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের (ইএইচএল) যাত্রা শুরু ১৯৬৪ সালে। সেই থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি দেড় শতাধিক প্রকল্পের মাধ্যমে তিন হাজারের বেশি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। 

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এবারের আবাসন মেলায় পাঁচট আবাসন প্রকল্প নিয়ে আসছে ইস্টার্ন হাউজিং। প্রকল্পগুলো ঢাকার ধানমন্ডি, গুলশান, আফতাবনগর ও বনশ্রী এলাকায় অবস্থিত। এসব প্রকল্পের অ্যাপার্টমেন্টের আকার ২ হাজার ১৪৫ থেকে ৩ হাজার ৯২২ বর্গফুট। 

দীঘদিন নির্মাণসামগ্রীর দাম ওঠানামার মধ্যে থাকলেও বর্তমানে কিছুটা নিম্নমুখী হওয়ায় ফ্ল্যাটের মূল্য সহনশীল পর্যায়ে রয়েছে। মধ্যবিত্তের জন্য আফতাবনগরে জহুরুল ইসলাম সিটিতে আমরা দুটি আবাসন প্রকল্প নিয়ে এসেছি। পাশাপাশি সেখানকার আবাসিক প্লটও বিক্রি করছি।
ধীরাজ মালাকার, ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন হাউজিং লিমিটেড

ইস্টার্ন হাউজিং বর্তমানে ঢাকার গুলশানের ৯০ নম্বর রোডে ১০ দশমিক ৬৯ কাঠা জমির ওপর দ্য সভরিন নামে একটি আবাসন প্রকল্প গড়ে তুলছে। তিনটি সড়কের সংযোগস্থলে দক্ষিণমুখী প্লটে নির্মাণাধীন এই প্রকল্পে ১৪ তলা ভবনে মোট ১২টি ফ্ল্যাট থাকবে। সেগুলোর আকার হবে ৩ হাজার ৭৭৯ বর্গফুট থেকে ৩ হাজার ৯২২ বর্গফুট। প্রকল্পটিতে মুভি থিয়েটার, কনফারেন্স রুম, খেলার কক্ষ, ব্যায়ামাগার ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইত্যাদি আধুনিক সুবিধা থাকবে। 

ধীরাজ মালাকার, ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন হাউজিং লিমিটেড