সোনালী, জনতা ও পিকেএসএফে নতুন চেয়ারম্যান

মুসলিম চৌধুরী ও জাকির আহমেদ খানফাইল ছবি

সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক ও সরকারের সাবেক সচিব এম ফজলুর রহমানকে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ–সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী তিন বছরের জন্য তারা এসব ব্যাংক ও সংস্থায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তিনি এ কাজে যোগ দেবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে সরকার পরিবর্তনের পরে ২০ আগস্ট পদত্যাগ করেন ব্যাংকটির সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী। জিয়াউল হাসান ২০১৯ সালে প্রথম সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের আগস্টে তাঁকে পুনর্নিয়োগ দেওয়া হয়। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। মাঝখানে কিছু সময় তিনি বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা ছিলেন।

অন্যদিকে সরকারের সাবেক সচিব এম ফজলুর রহমানকে জনতা ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগের আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তিনি এ কাজে যোগ দেবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে এম ফজলুর রহমানের নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জনতা ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের পদত্যাগ কার্যকর করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ২২ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

এ ছাড়া সরকারের সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তিনি সংস্থাটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। এর আগে ১৩ আগস্ট অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশীদকে পিকেএসএফের চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল সরকার। পরে তাঁকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নিয়োগ দেওয়া হয়।