‘রূপান্তরের সন্ধিক্ষণে বাংলাদেশ’, এনআরবি কনক্লেভে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এনআরবি কনক্লেভে বক্তব্য রাখেনছবি: এনআরবি কনক্লেভের সৌজন্যে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। উন্নত তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও কৌশলগত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

এনআরবি কনক্লেভ ২০২৪-এর সমাপনী অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা বলেন, ‘বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।’

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করে। ব্র্যান্ড ফোরামের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ট্রান্সফরমিং বাংলাদেশ থ্রু নলেজ রেমিট্যান্স’ শীর্ষক সম্মেলনটি প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির সহায়ক ভূমিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া ও কাঠামো প্রতিষ্ঠা করতে উদ্যোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা, নেশন ব্র্যান্ডিং এবং প্রযুক্তি ও উদ্ভাবন—এ চারটি স্তম্ভ নিয়ে আয়োজনটি সাজানো হয়। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের বৈশ্বিক দক্ষতার ব্যবহার, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান বিনিময়কে উৎসাহ প্রদান এবং সামাজিক প্রভাব ও টেকসই উন্নয়নে অবদান রাখে, এমন উদ্যোগগুলোতে প্রবাসীদের সম্পৃক্ত করা ইত্যাদি বিষয় আলোচনায় প্রাধান্য পেয়েছে।

এনআরবি কনক্লেভের প্যানেল আলোচনায় বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা, নেশন ব্র্যান্ডিং এবং প্রযুক্তি ও উদ্ভাবন- এসব বিষয় নিয়ে বক্তারা কথা বলেন
ছবি: এনআরবি কনক্লেভের সৌজন্যে।

সম্মেলনটিতে তিনটি কি-নোট সেশন, চারটি প্যানেল ডিসকাশন, একটি প্রজেক্ট লঞ্চিং সেশন ও একটি ন্যাশনাল ব্র্যান্ডিং কনটেক্সট শেয়ারিং সেশনে বিশেষজ্ঞ বক্তারা আলোচনা করেন। সেশনগুলো সাজানো হয়েছে পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা ও প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধির সহায়ক একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করার উদ্দেশ্য নিয়ে।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, এই আয়োজন প্রবাসীদের বিনিয়োগ, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কেবল তার অর্থনীতির শক্তিতে নয়; বরং বিশ্ব নাগরিকদের অবদানের মধ্যেও নিহিত রয়েছে। বিশ্বব্যাপী প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশিদের পাশে নিয়ে আমরা উদ্ভাবন, বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়–সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ, ইউএই-এর চিফ এক্সপেরিয়েন্স অফিসার শাহরিয়ার পাভেল বক্তব্য দেন। আয়োজনটির পরিবেশনায় ছিল প্রাইম ব্যাংক এবং সঞ্চালনায় ছিল বিকাশ লিমিটেড ও টিম গ্রুপ বিডি।