সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ পরিবারের চারজনের ব্যাংক হিসাব তলব

মো. শাহরিয়ার আলম

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ) আজ সোমবার আরও ছয়জনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ তাঁর পরিবারের চারজন এবং স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাসহ তাঁর পরিবারের দুজন।

এ ব্যাপারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ) আজ সব ব্যাংকে নির্দেশনা পাঠিয়েছে। এতে উল্লিখিত ছয়জনের সব ধরনের আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়েছে।

দিলীপ কুমার আগরওয়ালা
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিবারের বাকি তিনজন হলেন, তাঁর সাবেক স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান, বর্তমান স্ত্রী সিলভিয়া পারভীন এবং শাহরিয়ার ও তাঁর সাবেক স্ত্রীর সন্তান সাদমান শাহরিয়ার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে রয়েছেন।

অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর স্ত্রী সবিতা আগরওয়ালার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিআইএফইউ। দিলীপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গত মঙ্গলবার রাতে দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।