১৩ বছর পর পদ ছাড়লেন শেখ কবির, বিআইএর নতুন সভাপতি নাসির উদ্দিন আহমেদ

নাসির উদ্দিন আহমেদছবি: সংগৃহীত

বিমা কোম্পানির মালিকদের সমিতি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ১৩ বছর পর নতুন সভাপতি পেয়েছে। নতুন সভাপতি হয়েছেন মেঘনা লাইফ ও কর্ণফুলী ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ওরফে পাভেল।

২০১১ সাল থেকে টানা সংগঠনটির সভাপতি ছিলেন শেখ কবির হোসেন, বিমা খাতে যাঁর পরিচিতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা হিসেবে। তাঁর এমন পরিচিতির কারণে দুই বছর মেয়াদি বিআইএর কমিটির কোনো স্বাভাবিক নির্বাচন হতো না।

আজ সোমবার সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নাসির উদ্দিন আহমেদকে সভাপতি করা হয়। বর্তমান (২০২৩-২৪) মেয়াদের বাকি সময় পর্যন্ত তিনি সভাপতি থাকবেন। বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৮ এপ্রিল। বিআইএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাস্থ্যগত কারণে শেখ কবির হোসেন বিআইএ থেকে পদত্যাগ করেছেন। আর নাসির উদ্দিন আহমেদ এত দিন এ সংগঠনের প্রথম সহসভাপতি ছিলেন। মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডেরও চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির পর্ষদ সদস্য ও নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক।

যোগাযোগ করলে নতুন সভাপতি নাসির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। সরকারের পক্ষ থেকে বিমা খাতের জন্য অনেক নীতি সিদ্ধান্ত নেওয়ার আছে। সমস্যাগুলো এখন তুলে ধরব নীতিনির্ধারকদের কাছে।’

বিআইএ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট শেখ কবির হোসেন তাঁর পদত্যাগসংক্রান্ত চিঠি বিআইএর নির্বাহী কমিটিকে পাঠায়। ওই চিঠিতেই উল্লেখ রয়েছে, ২১ অক্টোবর থেকে তিনি আর সভাপতি থাকবেন না।

পদত্যাগপত্রে শেখ কবির হোসেন লেখেন, ‘শারীরিক অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় আমার পক্ষে বিআইএর সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সভাপতি পদ হতে ২১ অক্টোবর থেকে পদত্যাগ করলাম।’