বিজিএপিএমইএর সভাপতি হলেন মোয়াজ্জেম হোসেন

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। প্রথম ও দ্বিতীয় সহসভাপতি হয়েছেন যথাক্রমে মোহাম্মদ বেলাল ও এ কে এম মোস্তফা সেলিম। আরও দুই সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন জহির উদ্দিন আলমগীর ও মনির উদ্দিন আহমেদ।

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বাধীন বিজিএপিএমইএর নতুন এই কমিটি ২০২১–২৩ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাকের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সোমবার সংগঠনের নতুন পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিজিএপিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নতুন কমিটির ১৬ পরিচালক হলেন মোজাহারুল হক শহীদ, হাসানুল করিম, সালেহ আহমেদ, খান নজরুল ইসলাম, ওমর ফারুক, মো. শাহরিয়ার, মনিরুজ্জামান মোল্লা, রফিকুল ইসলাম চৌধুরী, আবদুন নূর, সুলতানুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মো. আবদুল ওয়াজেদ, ইকবাল পারভেজ ও মোহাম্মদ এনামুল হক।