জাপানি কোম্পানি বিনিয়োগে আগ্রহী
জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। প্রতিবছর জাপানের ৫০টি কোম্পানি এ দেশে বিনিয়োগ করতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে কিছু সমস্যা রয়ে গেছে।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এ দেশীয় প্রধান ইউজি আন্দো গতকাল বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) রাজধানীর পল্টন টাওয়ারের কার্যালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন। এ সময় ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ এম শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হলেও বিনিয়োগকারীরা আরও বিনিয়োগবান্ধব পরিবেশ চায়। কর–সংক্রান্ত অনেক বিষয় আছে, যেগুলো দ্রুত সংস্কার করলে জাপানসহ অন্য দেশের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ আকর্ষণীয় হবে।
ইউজি আন্দো বলেন, বাংলাদেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হলেও বিনিয়োগকারীরা আরও বিনিয়োগবান্ধব পরিবেশ চায়। কর–সংক্রান্ত অনেক বিষয় আছে, যেগুলো দ্রুত সংস্কার করলে জাপানসহ অন্য দেশের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ আকর্ষণীয় হবে। তাই বাংলাদেশকে এসব দ্রুত সমাধানের পরামর্শ দেন তিনি।
জেট্রোর এ দেশীয় প্রধান বলেন, করোনার কারণে চীন থেকে যে পরিমাণ কোম্পানি কারখানা স্থানান্তর করবে বলে মনে করা হচ্ছিল, বাস্তবে ততটা হবে না।