এস আলমের বন্ধ কারখানা খোলার নোটিশ, তবে উৎপাদন শুরু হয়নি

এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলমফাইল ছবি

বন্ধের এক সপ্তাহের মধ্যে কারখানা খুলে দেওয়ার নোটিশ দিয়েছে এস আলম কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার কারখানা খুলে দেওয়ার নোটিশ পেয়ে আজ বুধবার কারখানায় যান কর্মকর্তা-কর্মচারীরা। তবে অফিস ও কারখানা খুলে দেওয়া হলেও উৎপাদন বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও এস আলম কোল্ড রোল্ড স্টিলসের একজন কর্মকর্তা ও একজন কর্মচারী প্রথম আলোকে কারখানা খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা আজ কাজে যোগ দিয়েছেন।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ২৪ ডিসেম্বরের কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৪ ডিসেম্বর কাঁচামালসংকটের অজুহাতে বন্ধ ঘোষণা করা হয় এস আলম গ্রুপের আট কারখানা। কারখানাগুলো হলো চিনি প্রক্রিয়াজাত কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, ঢেউটিনসহ ইস্পাতপণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড। এ ছাড়া নিজস্ব কারখানার জন্য নির্মিত ছোট বিদ্যুৎকেন্দ্র এস আলম পাওয়ার প্ল্যান্ট এবং এস আলম পাওয়ার জেনারেশনও বন্ধ ঘোষণা করা হয়েছিল। কারখানাগুলোর মধ্যে শুধু গ্যালকো স্টিল ঢাকায় এবং বাকিগুলো চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে মইজ্জারটেক এলাকায় অবস্থিত।

জানা গেছে, ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় এবং কাঁচামাল আমদানি করতে না পারায় ২৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়। ওই দিন বন্ধের নোটিশ পেয়ে তাৎক্ষণিকভাবে কয়েকটি কারখানায় বিক্ষোভ করেন শ্রমিক-কর্মচারীরা। এরপর আজ বন্ধ কারখানা খুলে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘আমরা আজ কারখানা খুলে দিয়েছি। তবে এখনো কাঁচামাল পাইনি। তাই উৎপাদন বন্ধ আছে।’