অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, বললেন বাণিজ্য উপদেষ্টা
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।’
রাজধানীর সচিবালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা সভায় এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজমা চৌধুরী প্রমুখ। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তিন মাসের মধ্যে সবকিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক, রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি, দেশের জন্য কাজ করে যাব।’ তিনি আরও বলেন, খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার দিচ্ছে। এসব খাতের জন্য সরকারের সহযোগিতা থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় শিল্পের বিকাশে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন ব্যবসায়ী নেতারা। তাঁরা বেসরকারি খাতের সার্বিক উন্নয়নে ওয়ান–স্টপ সার্ভিস সেন্টার চালু, ওষুধ, চামড়া, তৈরি পোশাক ও অন্যান্য শিল্পের সঙ্গে সম্পর্কিত পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোসহ নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।