আইবিএফবির নতুন সভাপতি লুতফুন নিসা, সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর ও উৎপল কুমার

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) নতুন সভাপতি হয়েছেন লুতফুন নিসা সৌদীয়া খান। তাঁর সঙ্গে সংগঠনটির সহসভাপতি হয়েছেন সৈয়দ মুস্তাফিজুর রহমান ও উৎপল কুমার দাস। গত রোববার আইবিএফবির ১৮তম বার্ষিক সাধারণ সভায় নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়।

আইবিএফবির নতুন সভাপতি লুতফুন নিসা সৌদীয়া খান বাংলা ফোন, কমলিঙ্ক ইনফো টেক ও নিউটন ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান। আর নতুন সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান নভো কার্গো সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সহসভাপতি (ফাইন্যান্স) উৎপল কুমার দাস পাওয়ারট্র্যাক গ্রুপের চেয়ারম্যান ও এমডি।

কমিটিতে পরিচালক নির্বাচিত হয়েছেন সাতজন। তাঁরা হলেন থেরাপ বাংলাদেশের পরিচালক মোহাম্মদ শামীম চৌধুরী, সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, ডাওয়ান গ্রুপের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ এরশাদ হুসেন রানা, ইউনাইটেড ইনভেস্টমেন্ট ও ট্রেডিং করপোরেশনের এমডি মোহাম্মদ ফখরুদ্দিন ও ইমপ্রেস কম্পিউটারাইজড লেবেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর কবির, বিজ সলিউশনের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল আলম এবং এস এস ট্রেডিং ও টি এস ড্রেজিংয়ের চেয়ারম্যান ও সিইও এবং ওয়েস্ট্রার্ন মেরিন গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।