সানশাইন ব্রিকস কী?
সাকিফ আরিফ তাবানী: সানশাইন ব্রিকস হলো বাংলাদেশে স্থাপিত স্ট্রাকচারাল ক্লে প্রোডাক্ট তৈরির একটি বিশ্বমানের হেভি ইন্ডাস্ট্রি। এটি পরিবেশবান্ধব স্ট্রাকচারাল ক্লে প্রোডাক্টস যেমন সিরামিক ব্রিকস, হলো ব্লকস, পার্টিশন ব্লক, অর্নামেন্টাল স্ক্রিন প্রস্তুত করে। মিরপুর সিরামিকসের উন্নত মানের সিরামিক নির্মাণসামগ্রীর প্রচুর চাহিদা মেটানোর জন্য মিরপুর ও খাদিম সিরামিকস একই ধরনের আরেকটি কারখানা স্থাপন করেছে। এই কারখানায় সম্পূর্ণ অটোমেটেড প্রসেসে পরিবেশবান্ধব প্রযুক্তিতে স্ট্রাকচারাল ক্লে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, যা বিশ্বব্যাপী ব্যবহৃত হয়ে থাকে।
সাধারণ ব্রিকের চেয়ে এসব ব্রিক আলাদা কেন, বিশেষ বৈশিষ্ট্য কী?
সাকিফ আরিফ তাবানী: এটি মূলত বিশেষ প্রযুক্তিতে তৈরি ক্লে প্রোডাক্ট, যা সাধারণ ইটের সঙ্গে তুলনা করার প্রশ্নই আসে না। শুধু নমেনক্লেচার এইচ এস কোডের জন্যই এটিকে ব্রিক বলা হচ্ছে। আমাদের উৎপাদিত সিরামিক নির্মাণসামগ্রী সর্বোচ্চ পরিবেশবান্ধব হওয়ায় দেশে ও বিদেশে স্থপতিদের কাছে অধিক চাহিদাসম্পন্ন ও বিশেষ পছন্দনীয়। এ জন্যই দেশে প্রথমবারের মতো এই ইন্ডাস্ট্রিতে সানশাইন ব্রিকস গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এটি দালানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ক্লে ব্লক এবং কংক্রিট ব্লকের মাঝে পার্থক্য হলো ওইরূপ যেমন কাপড় নির্বাচনের ক্ষেত্রে সুতি কাপড় ও পলিয়েস্টার কাপড়।
প্রথম আলো: সিরামিক ইট সম্পর্কে সরকারের গাইডলাইন বিষয়ে আপনি কী বলবেন?
সাকিফ আরিফ তাবানী: আমাদের প্রোডাকশন সিস্টেম হাউজিং এবং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের গাইডলাইন থেকেও উন্নত মানের। সরকার পরিবেশ রক্ষার ব্যাপারে যতটা উদ্বিগ্ন, আমরা তার চেয়েও বেশি সচেতনতার সঙ্গে সম্পূর্ণ পরিবেশবান্ধব কারখানা পরিচালনা করছি। আমরা চুল্লি থেকে নির্গত তাপ বের হতে না দিয়ে বিশেষ প্রযুক্তিতে রিসাইকেল করে সম্পদ ও পরিবেশ দুটোই রক্ষা করছি।
প্রথম আলো: ইট ব্যবসায় ভ্যাট যোগ করার গুজব সম্পর্কে আপনি কী মনে করেন?
সাকিফ আরিফ তাবানী: সরকার রাজস্ব নীতির ক্ষেত্রে অবশ্যই তাঁর নিজস্ব গতিতে আগাবে। কিন্তু আমাদের দাবি থাকবে সরকার দেশীয় নির্মাণ শিল্পকে টিকিয়ে রাখবার জন্য এই খাতকে ভ্যাটমুক্ত রাখবে।