সোনার দাম ভরিতে ১,১৫৪ টাকা বাড়ছে

সোনার বারফাইল ছবি: রয়টার্স

দুই দিনে দুই দফা কমার পর আবার সোনার দাম বাড়ছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৫৪ টাকা বাড়তে চলছে। এতে ভালো মানের এক ভরি অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৩৮ হাজার টাকা।

সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তটি আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। নতুন দর আগামীকাল বৃহস্পতিবার কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে অনেক দিন ধরেই সোনার দাম বেশি। সে কারণে দেশের বাজারে দাম চড়া। গত ৩১ অক্টোবর সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। তারপর কয়েক দফা দাম কমে। গত রোববার আবার সোনার দাম বেড়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা হয়। এরপর মঙ্গলবার ভরিপ্রতি ১ হাজার ৮৯০ টাকা দাম কমে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায় বিক্রি হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতনপদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯৩ হাজার ১৬০ টাকা।

আজ বুধবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩১ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১২ হাজার ৫৪৬ টাকা ও সনাতনপদ্ধতির সোনা ৯২ হাজার ৩৫৬ টাকায় বিক্রি হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে সোনার দাম ১ হাজার ১৫৪ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৪৫ টাকা এবং সনাতনপদ্ধতির সোনায় ৮০৪ টাকা দাম বাড়বে।