ঈদের ছুটির আগেই শ্রমিকদের বোনাস, চলতি মাসের অর্ধেক বেতন দিতে হবে
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, পবিত্র ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের ঈদের বোনাস দিতে হবে। আর চলতি জুন মাসের অর্ধেক বা ১৫ দিনের বেতনও পরিশোধ করতে হবে।
রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলনকক্ষে আজ মঙ্গলবার বিকেলে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৫তম এবং আরএমজি টিসিসির ১৫তম সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। শ্রম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঈদ যেহেতু মাসের শেষ দিকে, সে জন্য শিল্পমালিকেরা বোনাসের সঙ্গে চলতি জুন মাসের ১৫ দিনের বেতনও পরিশোধ করবেন।
সভায় উপস্থিত শ্রমিক নেতারা জুন মাসের পুরো বেতন দেওয়ার দাবির করেছিলেন। এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ১৫ দিনের বেতন দেওয়া বাধ্যতামূলক। তবে কোনো মালিকের সক্ষমতা থাকলে পূর্ণ মাসের বেতন দিতে পারবেন। তিনি আরও বলেন, ঈদে ঘরমুখী মানুষের চলাচল নির্বিঘ্ন করতে তৈরি পোশাকশিল্পের মালিকেরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ছুটি নির্ধারণ করবেন।
সভায় শ্রমসচিব মো. এহছানে এলাহী, অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, ফাহমিদা আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান, শিল্প পুলিশের ডিআইজি জিহাদুল কবির, বিজিএমইএর সহসভাপতি মো. নাসির উদ্দীন, পরিচালক মো. হারুন অর রশিদ, জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য আবদুস সালাম খান, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান, জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি কামরুল আহসান, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।