চিনির দাম নিয়ে সংসদীয় কমিটিতে অসন্তোষ

চিনি
ফাইল ছবি

চিনিসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে একাধিক সদস্য এ বিষয়ে কথা বলেন। সেখানে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্র জানিয়েছে।

সরকারি সংস্থা টিসিবির হিসাবে, গত এক মাসে চিনির দাম বেড়েছে কেজিতে আট টাকা। গতকাল শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের একটি আলোচ্য সূচি ছিল চিনিশিল্পের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা।

জানা যায়, একাধিক সদস্য সম্প্রতি চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে কথা বলেন। তাঁরা বলেন, সংসদ সদস্য হিসেবে যখন তাঁরা নির্বাচনী এলাকায় যান, তখন সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

একজন সদস্য বলেন, তিনি অভিযোগ পেয়েছেন প্যাকেটজাত চিনিতে প্যাকেটের গায়ে লেখা থাকে এক কেজি। কিন্তু আসলে প্যাকেটে এক কেজি চিনি থাকে না। বিষয়টি তদারকি করা দরকার।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যাকেটজাত পণ্যের ওজন ও গুণগত মান পর্যবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয় সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হ‌ুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক প্রমুখ বৈঠকে অংশ নেন।

কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বৈঠকে চিনি নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন চিনির দাম কেন বাড়ল। মন্ত্রণালয় বলেছে, তারা দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।