গুলশানে চালু হলো সিঙ্গার-বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

আজ রাজধানীর গুলশানে এভিনিউতে সিঙ্গার–বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি অতিথিরাছবি: প্রথম আলো

গ্রাহকের খুচরা বা রিটেইল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সিঙ্গার-বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর। আজ বৃহস্পতিবার গুলশান অ্যাভিনিউতে এই স্টোরের উদ্বোধন করা হয়।

সিঙ্গার বাংলাদেশ জানিয়েছে, গ্রাহকেরা অত্যাধুনিক এই ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোরে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে গৃহস্থালির কাজে ব্যবহৃত সব পণ্য (হোম অ্যাপ্লায়েন্স) নিজের হাতে পরীক্ষা করে কেনার সুযোগ পাবেন।

কনসেপ্ট স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের সভাপতি ফাতিহ কেমাল এবিচলিওলু, বেকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাকান বুলগুরলু, বেকো তুর্কিয়ে ও দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) জান ডিনচার, বেকোর দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বিপণন, ব্যবসায়িক রূপান্তর বিভাগের পরিচালক হানদান আবদুররাহমানোলু এবং সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এইচ এম ফাইরোজ।

এক বিজ্ঞপ্তিতে সিঙ্গার জানায়, বাংলাদেশি গ্রাহকদের পরিবর্তনশীল জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে এই স্টোরটিকে সাজানো হয়েছে। বিশেষ করে রান্না, বিনোদন, ব্যক্তিগত যত্ন ও স্টাইলিংসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে স্টোরের নকশা করা হয়েছে। গ্রাহকেরা এই কনসেপ্ট এক্সপেরিয়েন্স স্টোর থেকে কেনাকাটা করার আগে সরাসরি পণ্যগুলো যাচাই করে দেখতে পারবেন। নতুন এই স্টোরে রয়েছে ওয়াশিং মেশিনের একটি জোন। সেখানে কিছু কাপড়ও রাখা আছে। যেকোনো গ্রাহক সেখানে গিয়ে ওয়াশিং মেশিনে সেই কাপড় ধুয়ে যাচাই করে নিতে পারবেন। অন্যান্য ইলেকট্রনিকস পণ্যও একইভাবে যাচাই করা যাবে।

আজ রাজধানীর গুলশানে এভিনিউতে সিঙ্গার–বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি অতিথিরা
ছবি: প্রথম আলো

সিঙ্গারের কর্মকর্তারা জানান, সিঙ্গার-বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোরটি বাংলাদেশের রিটেইল ল্যান্ডস্কেপে আমূল পরিবর্তন নিয়ে আসবে। ভবিষ্যতে সারা দেশেও এই ধরনের স্টোর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের বিপণন পরিচালক সাব্বির হোসেন বলেন, ‘ক্রমবর্ধমান মধ্যবিত্ত ও তরুণ জনগোষ্ঠীর কারণে বাংলাদেশ এখন বিপুল সম্ভাবনার বাজারে পরিণত হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মানুষের জীবনমানেরও পরিবর্তন হচ্ছে। তাই আমরাও চাই, গ্রাহকেরা বিশ্বমানের সেবা উপভোগ করুক।’

অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের বিক্রয় পরিচালক মোহাম্মদ জুবায়েদ উল ইসলাম বলেন, ‘গ্রাহকদের জীবনধারার ওপর ভিত্তি করে তাদের অনবদ্য অভিজ্ঞতা দিতে এই স্টোরটির নকশা করা হয়েছে। এই স্টোরের মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা ও সন্তুষ্টির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করব আমরা।’

সিঙ্গার বাংলাদেশ জানায়, ইউরোপের শীর্ষ হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি বেকোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এই স্টোরে প্রথমবারের মতো ‘শপ-ইন-শপ’ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে গ্রাহকেরা স্টোরের মধ্যেই একটি নির্দিষ্ট স্থানে বেকোর পণ্যগুলো দেখতে পারবেন।