এক ছাদের নিচে পোশাক ও বস্ত্র খাতের সব যন্ত্র প্রদর্শন
তৈরি পোশাক ও বস্ত্র খাতের সব ধরনের সর্বাধুনিক যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ‘১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন’ (ডিটিজি) শীর্ষক চার দিনব্যাপী এই প্রদর্শনীতে ৩৩টি দেশের ১ হাজার ১০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
ঢাকার পূর্বাচলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ডিটিজি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি ফজলুল হক, মো. ফায়েজুর রহমান ভূঁইয়া, মো. সালেউদ জামান খান প্রমুখ।
বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী বলেন, এই আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ও যন্ত্রপাতি খুঁজে পেতে সাহায্য করবে, যা কি না তাঁদের কারখানায় ব্যয় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি হিসেবে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা কমছে। গত মঙ্গলবার এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের একটি অংশের শঙ্কা, নগদ সহায়তা হ্রাস করায় রপ্তানিতে ধাক্কা আসতে পারে।
এ বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, নগদ সহায়তা হ্রাস করার বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা চাইলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারেন। তবে প্রণোদনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
চ্যান চাও ইন্টারন্যাশনাল, ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস এবং বিটিএমএ যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। আগামী রোববার এই প্রদর্শনী শেষ হবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।