নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র পাবে ১৫ বছরের কর অবকাশ সুবিধা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনফাইল ছবি

নবায়নযোগ্য জ্বালানি–নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির কর অবকাশ সুবিধা আরও বাড়ানো হয়েছে। এখন থেকে এ ধরনের কোম্পানি উৎপাদনের তারিখ থেকে পরবর্তী ১৫ বছর বিভিন্ন হারে কর অবকাশ সুবিধা পাবে। আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত আদেশ জারি করেছে।

তবে এই কর অবকাশ সুবিধা পেতে মানতে হবে কিছু শর্ত। এসব শর্তের মধ্যে রয়েছে কর সুবিধা পেতে সংশ্লিষ্ট কোম্পানিকে আগামী বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে যেতে হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর এনবিআর আরেক প্রজ্ঞাপনে নবায়নযোগ্য জ্বালানি–নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির কর অবকাশ সুবিধা ১০ বছরের জন্য নির্ধারণ করেছিল। আগের সেই প্রজ্ঞাপন বাতিল করে এখন নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআরের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ১০ বছর পর্যন্ত ১০০ শতাংশ; পরের ৩ বছর ৫০ শতাংশ এবং তার পরের ২ বছর ২৫ শতাংশ হারে কর অব্যাহতির সুবিধা পাওয়া যাবে। এই আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

বর্তমানে নানা খাতে কর অবকাশ সুবিধা আছে। এই তালিকায় আছে কৃষি যন্ত্রপাতি, অটোমেটিক ইট, অটোমোবাইল, বাইসাইকেল, আসবাব, চামড়া ও চামড়াজাত পণ্য, এলইডি টিভি, ফ্রিজ টিভির মতো গৃহস্থালি পণ্য, খেলনা, মুঠোফোন, ওষুধ, টায়ার ও বস্ত্র খাতের যন্ত্রপাতি। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন ধরনের সেবা কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে। এর মধ্যে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট সার্ভিস, ওভারসিজ মেডিকেল ট্রান্সমিশন সার্ভিস, কল সেন্টার সার্ভিস প্রভৃতি। এ ছাড়া কিছু বড় অবকাঠামো নির্মাণেও কর অবকাশ সুবিধা মেলে।