শিল্পাঞ্চলের বাইরের কারখানায় গ্যাস ও বিদ্যুৎ–সংযোগ আর নয় 

কারখানাপ্রতীকী ছবি

সরকার এখন থেকে অর্থনৈতিক অঞ্চল ও শিল্প এলাকার বাইরের আর কোনো শিল্পপ্রতিষ্ঠানকে বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ দেবে না। গত ২১ মার্চ অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে দেশে যেখানে-সেখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হলে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ পাবেন না শিল্পমালিকেরা। 

শুধু তা-ই নয়, গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ না থাকলে এখন থেকে ঋণও পাবেন না শিল্পমালিকেরা। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় ব্যাংকঋণ প্রদানের ক্ষেত্রে এখন থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নতুন এ সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক অঞ্চল ও বিভিন্ন শিল্প এলাকার বাইরে নতুন করে শিল্পকারখানা গড়ে তোলা কঠিন হবে। কারণ, অর্থনৈতিক অঞ্চল ও শিল্প এলাকার বাইরে শিল্পকারখানা করলে একদিকে মিলবে গ্যাস-বিদ্যুৎ সেবা, অন্যদিকে ব্যাংকঋণও পাওয়া যাবে না। 

নির্দেশনায় বলা হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনির্দিষ্ট জায়গায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা হলে যথাযথ ভূমি ও জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। 

জানতে চাইলে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, শিল্প এলাকা ও অর্থনৈতিক অঞ্চলের বাইরে শিল্প স্থাপনের ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ না দেওয়ার বিষয়টি সরকারের পুরোনো সিদ্ধান্ত। সরকার দীর্ঘদিন ধরে এ সিদ্ধান্তের কথা বলে আসছে। মূলত ফসলি জমি রক্ষায় সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। 

ব্যাংকঋণ প্রদানের ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ প্রদানকারী কর্তৃপক্ষের ছাড়পত্র গ্রহণের সিদ্ধান্ত নতুন বলে জানান মাহবুবুল আলম। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি ঠিকই আছে। তবে যারা এরই মধ্যে শিল্প এলাকা বা অর্থনৈতিক অঞ্চলের বাইরে বড় ধরনের বিনিয়োগ করে ফেলেছে, কারখানার কাজ অনেক দূর এগিয়ে গেছে, তাদের ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা আরোপ না করা ভালো।