ব্যাংকঋণ পরিশোধে সময় পেলেন ট্যানারিমালিকেরা
ঢাকার হাজারীবাগ থেকে সাভারের চামড়াশিল্প নগরীতে স্থানান্তরিত ট্যানারিমালিকদের ব্যাংকঋণ পরিশোধে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ এ সুবিধার আওতায় ঋণ পুনর্গঠন ও পুনঃ তফসিলের সময় আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সুযোগ আজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলছে, কোভিড-১৯–এর বিরূপ প্রভাব বিদ্যমান থাকায় ও ঈদুল আজহা উৎসবে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে উল্লিখিত এক্সিট অথবা পুনর্গঠন/পুনঃ তফসিলের সময়সীমা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলো। এ সুবিধা নিতে আগ্রহী চামড়া উদ্যোক্তাদের ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আগ্রহীরা এ বিশেষ সুবিধার আওতায় অন্য খেলাপিদের মতো মাত্র ২ শতাংশ টাকা জমা দিয়ে (ডাউন পেমেন্ট) ১০ বছরের জন্য তাঁদের ঋণ পুনর্গঠন, পুনঃ তফসিল বা এক্সিট সুবিধা পাবেন।
এর আগে গত ৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছিল, এককালীন পরিশোধ অথবা পুনর্গঠন/পুনঃ তফসিলসুবিধা নিতে ইচ্ছুক গ্রাহকেরা নগদে ডাউন পেমেন্টের অর্থ পরিশোধ সাপেক্ষে ৩১ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময় পাবেন। পরবর্তী সময়ে তা ৩০ জুন পর্যন্ত করা হয়। পরে তা আজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে আবার সময় বাড়ানো হলো।