নিত্যব্যবহার্য পণ্যের বাজারে যুক্ত হলো পারফেক্ট কেয়ার
ঘরে নিত্যব্যবহার্য (হোম কেয়ার) ও ব্যক্তিগত যত্নের (পারসোনাল কেয়ার) আট ধরনের পণ্য নিয়ে বাজারে এসেছে ইউনিটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারফেক্ট কেয়ার লিমিটেড। আজ বুধবার রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এসব পণ্যের মোড়ক উন্মোচন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পারফেক্ট কেয়ার জানিয়েছে, ইতিমধ্যে তাদের পণ্য রাজধানী ঢাকাসহ জেলা শহরগুলোতে পাওয়া যাচ্ছে। আর গ্রাহকদের জন্য এসব পণ্যের দাম রাখা হচ্ছে বাজারে প্রচলিত সমপর্যায়ের অন্যান্য পণ্যের তুলনায় সাশ্রয়ী।
নতুন পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ হানিফ চৌধুরী, পরিচালক (অপারেশন) মো. জোবাইদুল ইসলাম চৌধুরী, গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট সমন্বয়ক সাকিব আহমেদ সিদ্দিক, গ্রুপ সিএফও মোহাম্মাদ আরিফ, নিরীক্ষা বিভাগের প্রধান জোনাইদ হোসেন তালুকদার, কোম্পানি সচিব মো. কামরুল হাসান, পারফেক্ট কেয়ার লিমিটেডের ব্যবসাপ্রধান মাহতাব হোসাইন চৌধুরী প্রমুখ।
নতুন বিনিয়োগ সম্পর্কে ইউনিটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ হানিফ চৌধুরী বলেন, ইউনিটেক্স গ্রুপের অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের মতো পারফেক্ট কেয়ারও ক্রয়সামর্থ্যের মধ্যে ভোক্তাদের কাছে সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে চায়। দেশের প্রত্যেক ভোক্তার ঘরে নিজেদের পণ্য পৌঁছে দিয়ে এই খাতে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে পারফেক্ট কেয়ার অবস্থান করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পারফেক্ট কেয়ারের বিপণন ব্যবস্থাপক এস এম মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তাঁরা আট ধরনের পণ্য বাজারে এনেছেন। এগুলোর মধ্যে রয়েছে দুই ধরনের গুঁড়া সাবান বা ডিটারজেন্ট, বার ও তরল ডিশ ওয়াশ, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, লিকুইড ব্লু বা নীল ও লন্ড্রি সাবান। চলতি বছরের শেষ নাগাদ আরও তিনটির বেশি পণ্য বাজারে আনা হবে বলে জানান তিনি।
পণ্য উৎপাদনের লক্ষ্যে ২০২২ সালে আশুলিয়ার নরসিংহপুরে পারফেক্ট কেয়ারের কারখানা স্থাপন করা হয়েছে। বর্তমানে দেশব্যাপী সরবরাহ নেটওয়ার্ক তৈরির কাজ করছে কোম্পানিটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে পারফেক্ট কেয়ার আরও জানিয়েছে, স্পিনিং ও কম্পোজিট কোম্পানির মাধ্যমে ১৯৯২ সালে যাত্রা শুরু করে ইউনিটেক্স গ্রুপ। এরপর একে একে অনেকগুলো খাতে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে ব্যবসার পরিসর বাড়িয়েছে তারা। বর্তমানে বিভিন্ন খাতে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে গ্রুপটির।
ইউনিটেক্সের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের আনোয়ারার চাতুরীতে সিনথেটিক ইয়ার্ন প্রস্তুতকারী এইচএস কম্পোজিট টেক্সটাইল; সীতাকুণ্ডে কটন ইয়ার্ন ও পলিয়েস্টার ইয়ার্ন প্রস্তুতকারী ইউনিটেক্স স্পিনিং মিলস (ইউনিট ২); ইয়ার্ন ও পলিয়েস্টার ইয়ার্ন প্রস্তুতকারী গ্র্যান্ড স্পিনিং মিলস এবং পাটবস্ত্র প্রস্তুতকারী শিল্প সোনালি ফাইবার ইন্ডাস্ট্রি। আর ইউনিটেক্সের পাটের কারখানা রয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
অন্যদিকে ভোগ্যপণ্য শিল্পে বিনিয়োগ করে ঢাকার আশুলিয়ায় বানানো হয়েছে পারফেক্ট কেয়ারের কারখানা। আর গাজীপুরে রয়েছে ইকো হাইজিন কেয়ারের কারখানা। এ ছাড়া ফেনীর ছাগলনাইয়ায় ইউনিটেক্স স্টিল মিলস ও বগুড়ায় এলপিজি স্যাটেলাইট প্রকল্প রয়েছে।
বিনিয়োগ করা এসব প্রকল্প পুরো মাত্রায় চালু হলে কয়েক হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছে ইউনিটেক্স গ্রুপ।