স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ শ্রেণিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড বা ব্যবসায় উৎকর্ষ পুরস্কার-২০২৩ পেয়েছেন। এ ছাড়া দুজন প্রবীণ ব্যবসায়ী নেতা পেয়েছেন বিশেষ সম্মাননা।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই পুরস্কার ও সম্মাননা দিয়েছে সংগঠনটি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ ব্যবসা সম্মেলনের শেষ দিনে গতকাল সোমবার রাতে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।
ব্যবসায় নেতৃত্ব শ্রেণিতে পুরস্কার পেয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী। অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য শিল্প শ্রেণিতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুবারক আলী, কৃষি ও কৃষি বাণিজ্যে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এমডি অঞ্জন চৌধুরী; সেবা শ্রেণিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি এবং বাণিজ্য শ্রেণিতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের এমডি হুমায়ুন রশীদ পুরস্কার পেয়েছেন। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পুরস্কার নেন প্রতিষ্ঠানটির এমডি মো. কাজিম উদ্দিন। আর মুবারক আলীর পক্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক তানভীর আলী পুরস্কার গ্রহণ করেন। বাকিরা সশরীর উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।
এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা শ্রেণিতে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের এমডি রাশেদুল করিম এবং ট্যাম্পাকো ফয়েলসের এমডি সাফিউস সামি আলমগীর পুরস্কার পেয়েছেন। নারী উদ্যোক্তা শ্রেণিতে কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব এবং তরুণ উদ্যোক্তা শ্রেণিতে বসুন্ধরা পেপার মিলসের এমডি সাফওয়ান সোবহান পুরস্কার পেয়েছেন।
জুরিবোর্ডের বিশেষ সম্মাননা পেয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। একই শ্রেণিতে সম্মাননা পেয়েছেন ঐতিহ্য ও কারুশিল্প গবেষক মালেকা খান, তিনি এফবিসিসিআইয়ের প্রথম নারী পরিচালক। তাঁর পক্ষে পুরস্কার নেন এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী। এ ছাড়া এফবিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়সামীন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।
অনুষ্ঠানের শুরুতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘নতুন বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতেই বাংলাদেশ ব্যবসা সম্মেলনের আয়োজন মূল উদ্দেশ্য। এই সম্মেলনের পর অনেক ব্যবসা ও বিনিয়োগ আসবে বলে আমাদের বিশ্বাস।’