নীলফামারীতে প্যাকেজিং কারখানা করবে চীনা কোম্পানি
চীনা প্রতিষ্ঠান বাইডা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি প্রিন্টেড ম্যাটেরিয়ালস ও প্যাকেজিং কারখানা করবে। এ জন্য প্রতিষ্ঠানটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি ৭৪ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা ধরে) বিনিয়োগ করবে।
কারখানাটিতে বছরে ৮ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের কার্টন, কাগজের ব্যাগ, বক্স ফাইল বা স্টোরেজ বক্স, বিভিন্ন ধরনের বই ও ম্যাগাজিন, স্টিকার, ক্যালেন্ডার, ডায়েরি ও বিভিন্ন ধরনের প্রিন্টেড কার্ড উৎপাদন করা হবে। সেখানে কর্মসংস্থান হবে ১ হাজার ১৫০ বাংলাদেশি নাগরিকের।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর গ্রিনরোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও বাইডা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জ্যাং হু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম ও আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক আ স ম জামশেদ খোন্দকার, মো. তানভীর হোসেন, এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।