শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আজ বুধবার শ্রম সংস্কার কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাজধানীর শ্রম ভবনে অনুষ্ঠিত এই সভায় শ্রম কমিশনের সদস্য মাহফুজুল হক, কামরান টি রহমান, শাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, এ কে এম নাসিম ও চৌধুরী আশিকুল আলমসহ শ্রম অধিদপ্তরের কেন্দ্রীয়, বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে শ্রমিকদের বকেয়া বেতন আদায় করতে রাস্তায় নামতে হবে না। তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে না। সবার প্রত্যাশা ও বাস্তবতা মাথায় রেখে সম্মিলিত ও পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে শ্রম সংস্কার কমিশন সুপারিশ প্রণয়ন করবে।’ তিনি আরও বলেন, শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে শ্রম মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কমিশনের সদস্যরা জানান, শ্রম বিষয়ে কেবল আইন সংস্কারই যথেষ্ট নয়; বরং মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

সভায় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা শ্রমিক কল্যাণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নে জোর দেন। তাঁরা শিল্পবিরোধ নিষ্পত্তি, শ্রম অসন্তোষ রোধ, শ্রমিকদের কেন্দ্রীয় তথ্যভান্ডার গড়ে তোলা, শ্রমিক কল্যাণ কেন্দ্রগুলোর আধুনিকায়নসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।